Bangla News

NTV NEWS TV.





weather আবহাওয়া: ঢাকা
তাপমাত্রা: ২৮ সে | আর্দ্রতা: ৮৯% more


রাজধানীতে বিএনপি-জামায়াতের ৩২ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৫-০৬-২০১১
হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩২ জন কর্মীকে আটক করা হয়েছে বলে দল দুটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এ ব্যাপারে পুলিশের বক্তব্য জানা যায়নি।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, পুলিশ সকাল থেকেই দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে রেখেছে। পুলিশ কাউকে কার্যালয়ে ঢুকতে বা কার্যালয় থেকে বের হতে দিচ্ছে না। নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। নয়াপল্টন কার্যালয়ের আশপাশ থেকে বিএনপির ৩০ জন কর্মীকে আটক করা হয়েছে।
তবে রুহুল কবির রিজভীর এ দাবির বিষয়ে পুলিশের বক্তব্য জানা যায়নি।
সকাল সাড়ে নয়টার দিকে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রথম আলোকে জানান, ছাত্রদলের একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার পথে মত্স্য ভবনের সামনে পুলিশ আটকে দেয়।
সকাল সাড়ে ছয়টার দিকে মালিবাগ রেলগেট এলাকা থেকে মিছিল বের করে জামায়াত। এ সময় পুলিশ তাঁদের ব্যানার কেড়ে নিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
সকাল আটটার দিকে মিরপুর গোলচত্বরের কাছ থেকে জামায়াতের ৫০ জনের মতো কর্মী মিছিল বের করেন। একটু পর পুলিশ পেছন থেকে ধাওয়া করলে থেকে তাঁরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। কর্মীরা রাস্তায় ইট ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। তবে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিকভাবেই যান চলাচল শুরু হয়।
সকাল নয়টায় জামায়াতের ঢাকা মহানগরের সেক্রেটারি ও সাংসদ হামিদুর রহমান আজাদের নেতৃত্বে মতিঝিল এজিবি কলোনি থেকে একটি মিছিল ফকিরাপুল কাঁচাবাজর পর্যন্ত যাওয়ার পর পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। পুলিশ সেখান থেকে দুজনকে আটক করে।

পাঠকের মন্তব্য



সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন